Tab Realm

TAB by Song : 330215
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
Tab List Area
1 Pages 1 Results

Pathorer Araler Phool by Indalo (Bangladesh)


    Pathorer Araler Phool


Tuning:E A D G B E
Capo:no capo

[Intro]
E   C#m   A
E C# C#m Bm B
 
 
 
[Verse 1]
E       C#m  A
ধরো যদি এমন হয়
E      C#m  B
তোমাকে ছুঁয়ে দিলেই
E   C#m  A     E  C#m Bm B
অন্ধ পাখি পথ খুঁজে পায়
 
E       C#m  A
ধরো যদি এমন হয়
E      C#m  B
তোমার কথা ভাবতেই
E       C#m  A      E  C#m B
মেঘগুলো ফুল হয়ে ঝরে যায়
 
 
 
[Chorus]
F#m   Bm    B   G#m
তোমার খোঁজে দুপুর রাত
 G#7        C#m
অসহায় গানের খাতায়
       Am      E
তুমি কি কেবলই অতীত
    F#m     A      A#dim  B
নাকি চিরচেনা পাথরের আড়ালের ফুল?
 
 
 
[Verse 2]
E       C#m  A
ধরো যদি এমন হয়
E      C#m  B
তোমাকে মনে পড়লেই
E   C#m  A     E  C#m Bm B
জোছনা স্থির হয় জানালায়
E       C#m  A
ধরো যদি এমন হয়
E      C#m  B
তোমাকে মনে পড়লেই
E   C#m  A     E  C#m A       F#m7
জোছনা স্থির হয় জানালায়
 
 
[Chorus]
F#m   B         G#m
তোমার খোঁজে দুপুর রাত
 G#7        C#m
তবুও থাকি অপেক্ষায়
    Am        E
দূরে চলে গেলেই কি
     F#m   A
তাকে বলে ফাঁকি
C#m       B#m    B   C#m
নাকি ভুলে গেলেই হবে কোনো ভুল?
 
       Am      E
তুমি কি কেবলই অতীত
    F#m     A      A#dim  B
নাকি চিরচেনা পাথরের আড়ালের ফুল?
 
 
[Bridge]
E B     D      E   B
পাথরের আড়ালের ফুল
    D     A    C  D
পাথরের আড়ালের ফুল
 
E    C#m Am    E  C#m B
E    C#m Am    E  C#m B
 
 
[Chorus]
F#m   B         G#m
তোমার খোঁজে দুপুর রাত
 G#7        C#m
তবুও থাকি অপেক্ষায়
    Am        E
দূরে চলে গেলেই কি
     F#m   A
তাকে বলে ফাঁকি
C#m       B#m    B
নাকি ভুলে গেলেই হবে কোনো ভুল?
 
       Am      E
তুমি কি কেবলই অতীত
    F#m     A      A#dim  B
নাকি চিরচেনা পাথরের আড়ালের ফুল?




--------