Tab Realm

TAB by Song : 305199
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
Tab List Area
1 Pages 1 Results

Pitha Pulir Gaan by Joler Gaan


     Pitha Pulir Gaan



Tuning:E A D G B E
Key:D
Capo:2nd fret

D DU UDU
 
[Verse]
C                   G        C
চান্দের আলো লাগে ভালো চাঁদনী পসর রাইতে,
Em                  G      C
বিহান বেলা লাগে ভালো পিঠাপুলি খাইতে!
C     Em     C      F                          
আহারে আহারে! আহারে আমার!
C       G     Em       C
শিশিরের ঘোমটা দেওয়া পৌষ মাস।
G        C          Em       Am
বন্ধু আমার নাইওর যাইবো মনে তাহার আঁশ রে
G                  C       
বন্ধু আমার দেশও যাইবো মনে তাহার আঁশ!
 
 
 
[Chorus]
C        Am          C            Em
ভাপা পিঠার বাঁকা ধোয়া, তেলে গরম তেল পোয়া;
C                 G
দুধে ভেজা দুধ চিতই আর
G                  C
খেজুর গুড়ে চিড়ার মোয়া!
 
 
[Verse]
G                 C
শিশিরের ঘোমটা দেওয়া পৌষ মাস।
G       C           Em      Am
বন্ধু আমার নাইওর যাইবো মনে তাহার আঁশ রে
G                   C
বন্ধু আমার দেশও যাইবো মনে তাহার আঁশ!
C                         G
আরে উঠান দিলো রইদরে দাওয়াত, ভিন্না বেলায় আইসো
C                       G
আরে শীতে কইসে, চাদর জোড়াই আরাম কইরা হাইসো
C                       G
ওই মাজার কোণের বাগান ভইরা সরায় কতো ফুল গো 
G                        C
ওই শিশির আবার আইলো দিতে পরাই কানের দুলরে দেখো
G                       C
ওই শিশির আবার আইলো দিতে পরাই কানের দুল
C        G        C       Em                  
গ্রামের পথের কাঁচা মাটি ভিজা আছে তাই,
C          G       Em        C
মাঘের ছাওয়াল আইলে পায়ে লাইগা থাকা চাই!
 
[Chorus]
C            Am       F     Em   
আরে পুকুর জলে তলে তলে রান্ধন হইল সারা;
C          G       Em         C                
জলের ধোঁয়া দেইখা সারস মাতায় দিছে পাড়া।
G         Em
দেখো বাইন্ধা ঘন চুল;
C          G         Em             C
শিশির আবার আইলো দিতে পরায় কানের দুল রে দেখো,
G       Em      
বাইন্ধা ঘন চুল;
C        G           Em       C
শিশির আবার আইলো দিতে পরায় কানের দুল!
 




---------