Tab Realm

TAB by Song : 206457
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
Tab List Area
1 Pages 1 Results

Dhadhar Thekeo Jotil Tumi by Moheener Ghoraguli (মহীনের ঘোড়াগুলি)




                         Dhadhar Thekeo Jotil Tumi 





Tuning: E A D G B E
Capo: 5th fret

গান: ধাঁধার থেকেও জটিল তুমি
অ্যালবাম: আবার বছর কুড়ি পরে (১৯৯৫)
ব্যান্ড: গড়ের মাঠ (মহীনের ঘোড়াগুলি)
কথা: সুব্রত ঘোষ, জয়জিৎ লাহিড়ি
 
[মূল গানটা সম্ভবত ক্যাপো ছাড়াই বাজানো হয়েছিল।
আমার কাছে পঞ্চম ফ্রেটে ক্যাপো বসিয়ে বাজাতে সহজ মনে হয়—তাই এভাবে দিলাম।]
 
C       : x32010
C(G)    : x32013 (এটাকে শুধু C কিংবা G হিসেবে বাজালেও চলনসই শোনায়)
G       : 320033 (320003 হিসেবেও বাজানো যেতে পারে)
G7      : 320001
F       : 133211
Fm      : 133111
Dm      : xx0231
 
 
[ইনট্রো]
C       F       C       G
C       F       C       G
 
 
C          F
ধাঁধার থেকেও জটিল তুমি
C          G7 G
খিদের থেকেও স্পষ্ট
C         F
কাজের মধ্যে অকাজ খালি
C        G7 G
মনের মধ্যে কষ্ট
 
 
C(G)   Dm
স্বপ্ন হয়ে যখন তখন
F          Fm
আঁকড়ে আমায় ধর
C          Dm
তাই তো বলি আমায় বরং
G7       G
ঘেন্না কর, ঘেন্না কর
 
 
C        F
গুণগানের হাজার বুলি
C        G7 G
শুধুই সময় নষ্ট
C         F
আঁকছো ছবি সমস্ত দিন
C        G7 G
রঙ সবই অস্পষ্ট
 
 
C(G)       Dm
সুখের থেকেও হাজার গুণে
F        Fm
দুঃখ অনেক ভালো
C          Dm
তাই তো বলি আমায় বরং
G7       G
ঘেন্না কর, ঘেন্না কর
 
 
C              F
আজ চালাক, আমি কাল বোকা
C         G7     G
মহৎ প্রেমিক ন্যাকা-ন্যাকা
 
 
C(G)       Dm
আমার আসল চেহারা কি
F        Fm
চিনতে তুমি পারো?
C        Dm
চিনতে যদি পেরেই থাকো
G7       G
ঘেন্না কর, ঘেন্না কর
 
 
C          Dm
তাই তো বলি আমায় বরং
F       Fm    C
ঘেন্না কর, ঘেন্না কর
 
[শেষ "ঘেন্না কর"-র C কর্ডটাকেই আমি আউট্রো হিসেবে বাজাই।
চাইলে শেষবার একটা C(G) কর্ডও বাজিয়ে দেয়া যায়—ওটাও সুন্দর শোনায়।]








------------