Tab Realm

TAB by Song : 202434
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
Tab List Area
1 Pages 1 Results

Neel by Minar Rahman




         Neel 







Capo: 1st fret

F         G
তুমি আঁকছো কেন
Em        Am
সেই রঙিন ছবি,
     F     G      C      C
কেন দেখছো দূরের ঐ আকাশ।
    F     G
তুমি হাঁটছো কেন
    Em    Am
একা একলা পথে,
F             C           F
তবু পথটার একাই বসবাস।
 
G         C       G      Am
না না না না না না না না না না
        F     G          C
ও ও ও ও ও ও ও না না না না...
 
F         G
তুমি আঁকছো কেন
Em        Am
সেই রঙিন ছবি,
     F     G      C      C
কেন দেখছো দূরের ঐ আকাশ।
    F     G
তুমি হাঁটছো কেন
    Em    Am
একা একলা পথে,
F             C           F
তবু পথটার একাই বসবাস।
 
F              G
কেন শেষ বিকেলের
   Em     Am
সে পড়ন্ত রোদে,
    F      G      C
তুমি গাইছো নতুন কোন গান।
F          G
কেন জোছনা রাতে
     Am
রঙিন ক্যানভাসে,
     F     G      C
তবু কাঁদছে তোমার অভিমান।
 
G   F    Em    G
স্বপ্ন দেখার সেই প্রিয় দিন
   F     C       G        Am
আজও রঙিন, অমলিন, আরও নীল।
F     C        Em    G   F      C     Em    Am
দূরের আকাশ মেলছে ডানা, শুভ্র গাঙচিল।...
 C     F     Em   G
বৃষ্টির ফোঁটায় আঁকছি ছবি
   F          C      G    Am
সেই ধূসর কবিতার আমি অন্ধ কবি।
F     C        Em    G   F    C   Em   Am
ভোরের আলোয় কবিতারা সব ছন্দে মাতাল।...
 
C   Em G   Bm G Am    F   G
 
G   F    Em    G
স্বপ্ন দেখার সেই প্রিয় দিন
   F     C       G        Am
আজও রঙিন, অমলিন, আরও নীল।
F     C        Em    G   F      C     Em    Am
দূরের আকাশ মেলছে ডানা, শুভ্র গাঙচিল।...
 C     F     Em   G
বৃষ্টির ফোঁটায় আঁকছি ছবি
   F          C      G    Am
সেই ধূসর কবিতার আমি অন্ধ কবি।
F     C        Em    G   F    C   Em   Am
ভোরের আলোয় কবিতারা সব ছন্দে মাতাল।...
 
F   G Bm Em   Am   F
Am  G Bm Em
 
Am      F
ও ও ও ও ও
Am     G     Em   G
ও   ও  ও  ও   ও  ও
  Am     F
না না না না না না না
    G
না না না না না না
Am
ও ও ও ও ও ও
 
C F G
 
F              G
কেন শেষ বিকেলের
   Em     Am
সে পড়ন্ত রোদে,
    F      G      C
তুমি গাইছো নতুন কোন গান।
F          G
কেন জোছনা রাতে
     Am
রঙিন ক্যানভাসে,
     F     G      C
তবু কাঁদছে তোমার অভিমান।









------------